মতলব উত্তরে আশ্রয়ন-গুচ্ছগ্রাম প্রকল্প বাস্তবায়ন টাস্কফোর্স কমিটির সভা

মতলব প্রতিবেদক :

মতলব উত্তর উপজেলা আশ্রয়ন-গুচ্ছগ্রাম প্রকল্প বাস্তবায়ন টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (১৫ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসানের সভাপতিত্বে ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.আওরঙ্গজেব এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল।

জমি আছে ঘর নেই’ এই প্রকল্পের আওতায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের অর্থায়নে মতলব উত্তর উপজেলায় তৃনমূল স্তরের অসহায় অতিদরিদ্র পরিবারের জন্য গৃহ নির্মাণ প্রকল্পের কাজ শুরু হয়। এ উপজেলায় ইতিমধ্যে ৩৫টি আধা পাকা ঘর তৈরি করে গৃহহীনদের প্রদান করা হয়। আরো দেড় শ’গৃহহীন রয়েছে।

সভায় বক্তব্য রাখেন- সহকারী কমিশনার (ভূমি) আফরোজা হাবিব শাপলা,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল’সহ কমিটির সদস্যবৃন্দ।

Loading

শেয়ার করুন: