মতলব উত্তরে ক্ষতিগ্রস্থ সড়ক পরিদর্শনে ইউএনও

মতলব উত্তর :

যোগদানের পর থেকেই মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাজী শরিফুল হাসান কর্মযজ্ঞ চালিয়ে যাচ্ছেন। শুক্রবার (১৬ এপ্রিল) তিনি উপজেলার গজরা বাজার সংলগ্ন কৃষ্ণপুর সংযোগ রাস্তার ক্ষতিগ্রস্ত অংশ সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন। স্থানীয়রা সড়কের ক্ষতিগ্রস্থ অংশ দ্রুত সংস্কার করার জন্য দাবী জানান।

ইউএনও যোগদানের পর থেকে শুরু হয়েছে লকডাউন। যে কারণে ৭দিন ব্যাপী লকডাউন বাস্তবায়নে কাজ করে যাচ্ছে উপজেলা প্রশাসন। লকডাউনের গত ৩ দিনে বিভিন্ন বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয় এবং উন্মুক্ত স্থানে কাঁচাবাজার স্থানান্তরের বিষয়টি মনিটরিং করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান এবং সহকারী কমিশনার (ভূমি) আফরোজা হাবিব শাপলা। এসব কাজে মতলব উত্তর থানার পুলিশ সদস্যবৃন্দ সার্বিক সহযোগিতা করেন।

Loading

শেয়ার করুন: