মতলব উত্তরে বিনামূল্যে অক্সিজেন নিয়ে ছুটছেন স্বেচ্ছাসেবী সংগঠন

মতলব উত্তর প্রতিবেদক :

মতলব উত্তরে বিনামূল্যে অক্সিজেন নিয়ে রোগীদের সেবায় ছুটছেন আমিয়াপুর নব জাগরণ যুব সংঘ নামে একটি বেসরকারী স্বচ্ছোসেবী সংগঠন।

মহামারী করোনা ভাইরাস র্দুযোগের প্রথম থেকে শুরু করে ২য় ধাপেও বিনামূল্যে অক্সিজেন নিয়ে রোগীদের সেবায় ছুটছেন।

আমিয়াপুর নব জাগরণ যুব সংঘ নামের একটি স্বচ্ছোসেবী সংগঠনের সদস্যরা। শুধু অক্সিজেন সেবাই নয় এর পাশাপাশি খাদ্য সামগ্রী, ঈদ উপহারসহ বিভিন্ন সেবা দিয়ে যাচ্ছে এই স্বচ্ছোসেবী সংগঠন।

কোন কিছু পাওয়ার আশা না করেই মৃত্যুপথ যাত্রী কিংবা অক্সিজেন সংকাটপন্ন রোগীদেরকে নীরবেই সেবা প্রদান করছেন এই সেচ্ছাসেবী সামাজিক সংগঠনট। শুক্রবার বিকেলে আমিনপুর চৌরাস্তায় অক্সিজেন সিলিন্ডার সেবা শুরু করে এ সংগঠন।

সংগঠনটি ক্ষুদ্র পরিসরে তাদের সেবা অব্যাহত রেখেছেন। প্রথমে ২টি সিলিন্ডার দিয়ে এর র্কাযক্রম শুরু করেন ও সংগঠনটি আরও সিলিন্ডার আনার চেষ্টা চলমান রয়েছে বলে জানিয়েছেন সভাপতি মুহাম্মদ মনির হোসেন।

এ সংঘের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা.মাহবুব আলমের অর্থায়নে এ অক্সজেন সিলিন্ডার হস্তান্তর করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক সুফি আহমেদ, প্রচার সম্পাদক আবুল কালাম,ধর্মীয় বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম,বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শাহজাহান মিয়া, সদস্য ইমরান,ইসমাঈল,সাইফুল,আরিফ,ডা.রাজিব আলী,সোহেল রানা,কবির হোসেন ও মো. মানিক।

Loading

শেয়ার করুন: