মতলব উত্তরে মাদরাসা ছাত্রী অপহরণের ২৫ দিনেও উদ্ধার হয়নি

মতলব উত্তর ব্যুরো :

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার আউলিয়াবাগ মাদরাসার ৮ম শ্রেণীর ছাত্রী অপহরণের ২৫ দিনেও উদ্ধার হয়নি। ছাত্রীকে ফিরে পেতে চাঁদপুরে নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনাল আদালতে জাকির হোসেন বাদী হয়ে ৪ জনকে আসামী করে মামলা দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার আউলিয়াবাগ মাদরাসার ৮ম শ্রেণীর ছাত্রী রিয়া মনি ২১ জানুয়ারি সকাল ৯টার দিকে ছেংগারচর বাজারে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে কলাকান্দা আইডিয়েল একাডেমির সামনের মোড়ে আসলে হানিরপাড় গ্রামের আশরাফ উদ্দিনের ছেলে রাকিব হোসেন, সহর আলীর ছেলে ইসমাইল বেপারী, ইউছুফ আলী ও সজিব হোসেন’সহ আরো ২-৩জন মিলে রিয়া মনিকে জোরপূর্বক সিএনজিতে তুলিয়া অজ্ঞাত স্থানে নিয়ে যায়। রিয়া মনির শোর চিৎকারে স্বাক্ষীগণ এগিয়ে গেলে দ্রুতগামী সিএনজি যোগে পালিয়ে যায়। অপহৃত রিয়া মনি হানিরপাড় গ্রামের মৃত. রানা ওরফে কামাল বেপারীর মেয়ে।

মামলার বাদি জাকির বেপারী জানান, আমার ভাতিজি রিয়া মনিকে অপহরণ করার পর ২৫দিনেও উদ্ধার করা যায়নি। চাঁদপুরে নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনাল আদালতে ‘নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধীত ২০০৩) এর ৭/৩০ ধারায় মামলা করা হয়েছে।

Loading

শেয়ার করুন: