মতলব উত্তরে মানহানিকর স্ট্যাটাসের প্রতিবাদের মানববন্ধন

মতলব উত্তর ব্যুরো :

মতলব উত্তর উপজেলার বাগানবাড়ি ইউনিয়নের তালতলী গ্রামের হারুন ভূঁইয়া, মোসলেম ভূঁইয়া, সালাউদ্দিন ভূঁইয়া ও মনোয়ার ভূঁইয়ার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ও মানহানিকর স্ট্যাটাসের প্রতিবাদে মানববন্ধন করেন একালাবাসী।

শনিবার (১৯ ডিসেম্বর) সকালে গালিমখাঁ বাংলাবাজার সংলগ্ন বেড়ি বাঁধে তালতলী, গালিমখা আশপাশ গ্রামের লোকজন মানববন্ধনে অংশ গ্রহণ করে দোষী ব্যক্তির বিচার দাবি করেন।

মানববন্ধনে অংশগ্রহনকারীরা বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে তালতলী গ্রামের সামাজিক ব্যক্তিদের নামে মিথ্যা, বানোয়াট ও মানহানিকর অপপ্রচার ও স্ট্যাটাস দেয় কামরুল সরকার নামে একটি ফেসবুক আইডি থেকে। এ আইডিটি তালতলী গ্রামের আইয়ুব আলী ভূঁইয়ার ছেলে মারুফ হাসান পরিচালনা করে থাকেন। মিথ্যা ও মানহানিকর স্ট্যাডাসের কারণে হারুন ভূঁইয়া, মোসলেম ভূঁইয়া, সালাউদ্দিন ভূঁইয়া ও মনোয়ার ভূঁইয়ার সম্মানহানি হয়েছে।

Loading

শেয়ার করুন: