মতলব উত্তরে শিক্ষা কমিটির প্রস্তুতি সভা

নিজস্ব প্রতিবেদক:

করোনা সংক্রমণ বৃদ্ধির কারণে টানা দেড় বছর শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার পর সরকারি নির্দেশনায় আগামী ১২ সেপ্টেম্বর থেকে খুলছে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান। এজন্য চলছে নানা প্রস্তুতি। এরমধ্যে রয়েছে শ্রেণীকক্ষ পাঠদান করার উপযোগী করে তোলার মতো অবস্থাও। স্কুল খোলার নির্দেশনার পর চাঁদপুরের মতলব উত্তর উপজেলা শিক্ষা কমিটি গতকাল বুধবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে প্রস্তুতি সভা করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজী শরিফুল হাসানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।

উপজেলা শিক্ষা কর্মকর্তা ইকবাল হোসেন ভূঁঞার পরিচালনায় সভায় সভায় বক্তব্য রাখেন- উপজেলা প্রকৌশলী সাইফুর ইসলাম’সহ শিক্ষা কমিটির সদস্যবৃন্দ।

সভায় বক্তারা বলেন, উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলো শিক্ষা উপযোগী করতে শ্রেণীকক্ষ ধোয়া-মুছা, ঝোপ-ঝাড় পরিষ্কার-পরিচ্ছন্ন করাসহ অন্যান্য আগাম প্রস্তুতি শুরু হয়েছে। করোনা সংক্রমণের কারণে গত বছর ১৮ মার্চ থেকে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করা হয়।

Loading

শেয়ার করুন: