মতলব উত্তরে সাপের কামড়ে কৃষকের মৃত্যু

মনিরা আক্তার মনি :

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সুলতানাবাদ ইউনিয়নের ২নং ওয়ার্ডের মজলিশপুর গ্রামের কৃষক জহিরুল ইসলাম জরু মাঝি (৫৫) শুক্রবার বিকালে সাপের কামড়ে মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তিনি ৩ মেয়ে, ১ ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

জানা যায়, জহিরুল ইসলাম শুক্রবার সকালে গরুর জন্য ঘাস কাটতে ইসলামাবাদ ইউনিয়নে নিজ জমিতে যায়। ঘাস নিয়ে আসার সময় বিষধর সাপ পায়ে কামড় দেয়। কামড় দেওয়ার পরে দাদন নামের এক লোক উনার পায়ে বাঁধ দেয়। জহিরুল সাপের কামড় খেয়ে ঘাস মাথায় নিয়ে বাড়িতে আসে।

বাড়িতে আসার কিছুক্ষণ পরে অনেক জ্বালা যন্ত্রনা ব্যথা শুরু হয়। তাৎক্ষণিক মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়ার অনুরোধ জানালে সাথে সাথে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করে।

পরবর্তীতে আত্মীয় স্বজন বাড়িতে এনে বিভিন্ন উঁঝা দিয়ে আবারও চিকিৎসা শুরু করে। অবশেষে উঁঝাও বলে উনি মারা গেছে। শনিবার সকাল ৮ টা ৩০ মিনিটে জানাজা নামাজ সম্পন্ন হয়।

Loading

শেয়ার করুন: