মতলব উত্তরে সাবেক ছাত্রলীগ ঐক্য পরিষদের আত্মপ্রকাশে মতবিনিময়

মনিরা আক্তার মনি:

মতলব উত্তর উপজেলা সাবেক ছাত্রলীগ ঐক্য পরিষদের আত্মপ্রকাশ উপলক্ষ্যে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৫ নভেম্বর) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে সাবেক ছাত্রলীগ ঐক্য পরিষদের আহবায়ক এডভোকেট মহসিন মিয়া মানিকের সভাপতিত্বে ও সদস্য সচিব এডভোকেট জসিম উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য আতিকুল ইসলাম শিমুল।

তিনি বলেন, দেশের সকল প্রয়োজনে বাংলাদেশ ছাত্রলীগ অগ্রণী ভূমিকা রেখেছে। বাঙালি জাতির মুক্তির মূলমন্ত্রে দীক্ষিত হয়ে জন্ম নেওয়া উপমহাদেশের প্রাচীন ও ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন হচ্ছে বাংলাদেশ ছাত্রলীগ। সময়ের প্রয়োজনে জন্ম নেওয়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ সময়ের সাহসী সন্তানদের নিয়ে দেশ ও জাতির কল্যাণে দৃপ্ত পায়ে এগিয়ে চলেছে। জন্মলগ্ন থেকেই ভাষার অধিকার, শিক্ষার অধিকার, বাঙালির স্বায়ত্তশাসন প্রতিষ্ঠা, পাকিস্তানি স্বৈরশাসনের বিরুদ্ধে গণঅভ্যুত্থান, সর্বোপরি স্বাধিকার ও স্বাধীনতা আন্দোলনের ছয় দশকের সবচেয়ে সফল সাহসী সারথি বাংলাদেশ ছাত্রলীগ।

এ সময় বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আল মাহমুদ টিটু মোল্লা, রহমত উল্লাহ চৌধুরী, মাজহারুল ইসলাম মিজান, এডভোকেট সেলিম মিয়া, জহিরুল ইসলাম চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক আশরাফুল আলম মিলন, এডভোকেট আকতার হোসেন, ইঞ্জি. জামাল হোসেন নাহিদ, জেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য বোরহান উদ্দিন ডালিম, সাবেক ছাত্রনেতা হারিছ মাহমুদ দীপন, উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক জসিম উদ্দিন সরকার, জেলা ছাত্রলীগের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মেহেদী মাসুদ, ফতেপুর পশ্চিম ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি নুরে আলম স্বপন, সাবেক ছাত্রলীগ নেতা ফেরদৌস সরকার, এমএ মানিক প্রমুখ।

Loading

শেয়ার করুন: