মতলব উত্তর উপজেলা আইনশৃঙ্খলা সভা

মতলব উত্তর ব্যুরো :

মতলব উত্তর উপজেলায় সোমবার (২৬ আগষ্ট) বিকেলে উপজেলা পরিষদের কনফারেন্স রুমে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফরোজা হাবিব শাপলা’র সভাপতিত্বে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়। এ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।

এমএ কুদ্দুস বলেছেন, মাদক ও জুয়াকে প্রশ্রয় না দেয়ার বিষয়ে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। দুষ্টের দমন শিষ্টের লালন করতে হবে। সততার মূল্য আছে, থাকবে। আমাদের সৎ এবং স্বচ্ছ থাকতে হবে। উন্নয়নের পাশাপাশি সুশাসন উপহার দেয়ার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

এমএ কুদ্দুস আরো বলেন, বিগত দিনে মতলব উত্তরের আইন শৃংখলা পরিস্থিতি খুব খারাপ ছিলো। কিন্তু এখন তা নয়। এখন মানুষ শান্তিতে আছে। সামাজিক ভাবে মাদক ও জুয়া নির্মুল করতে প্রতিরোধ গড়ার আহবান জানান তিনি।

উপজেলা চেয়ারম্যার বলেন, নৌকায় ভোট দিয়ে দেশে শান্তি পেয়েছে। জননেত্রী শেখ হাসিনা মানুষের শান্তির লক্ষ্যেই কাজ করছেন। তারুণ্যের শক্তি, বাংলাদেশের সমৃদ্ধি। এ জন্য জননেত্রী শেখ হাসিনা তরুণ সমাজকে বাঁচাতে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ এবং দুর্নীতিমুক্ত দেশ গড়তে সবাইকে কাজ করতে হবে। এজন্য সবার সম্মিলিত প্রচেষ্টা দরকার।

তিনি আরো বলেন, ৯৯৯ এই কল সেন্টার অপরাধ নিয়ন্ত্রনে ভূমিকা রাখছে। দেশের যে কোন নাগরিক ফোন করে যে কোন তথ্য দিতে পারবে।

বক্তব্য রাখেন- মতলব উত্তর উপজেলা কৃষি কর্মকর্তা মো. সালাউদ্দিন, সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোয়ারা বেগম, উপজেলা প্রকৌশলী সাইফুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার ইকবাল হোসেন ভুইয়া, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আতম বোরহান উদ্দিন, সমবায় কর্মকর্তা দেলোয়ার হোসেন, সমাজসেবা কর্মকর্তা রুহুল আমিন, মতলব উত্তর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহজাহান কামাল, মোহনপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ হোসেন সরকার, মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি বোরহান উদ্দিন ডালিম।

আইনশৃংখলা সভা শেষ হওয়ার পর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস এর সভাপতিত্বে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ বক্তব্য রাখেন।
উল্লেখ্য, সভায় উপজেলা নির্বাহী অফিসার স্নেহাশিস দাশের সুস্থতা কামনা করা হয় এবং নতুন সহকারী কমিশনার (ভুমি) আফরোজা হাবিব শাপলাকে অভিনন্দন জানান উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ কুদ্দুস।

এছাড়া আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস -২০২০ এর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Loading

শেয়ার করুন: