মতলব পৌরসভা কার্যালয় স্থানান্তরের প্রতিবাদে ব্যবসায়ীদের সমাবেশ

নিজস্ব প্রতিবেদকঃ

মতলব পৌরসভা কার্যালয় সদর থেকে ৪নং ওয়ার্ডের চরমুকুন্দি এলাকায় স্থানান্তরের প্রতিবাদে ব্যবসায়ীরা সমাবেশ করেছে। ১১ জানুয়ারী সোমবার বিকাল ৩ টায় মতলব রথ বাজারে মতলব বাজার বণিক ও জনকল্যাণ সমিতির আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বণিক ও জনকল্যাণ সমিতির সভাপতি কাজী নাসির উদ্দীন আহমেদের সভাপতিত্বে ও সহ- সভাপতি মুজিবুর রহমান সরকারের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন পৌরসভার প্যানেল মেয়র আবুল বাশার মিয়াজী পারভেজ,সাবেক কাউন্সিলর মোঃ শাহ গিয়াস, রড সিমেন্ট সমিতির সভাপতি চন্দন সাহা, পৌর যুবলীগের সভাপতি সোহাগ সরকার, সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী ইয়ামিন।

এছাড়াও বক্তব্য রাখেন কাপড় সমিতির সভাপতি সফিকুল ইসলাম, বণিক সমিতির সহ- সভাপতি আব্দুল হান্নান অপু,সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ সরকার, সাংগঠনিক সম্পাদক মোঃ মহসিন মিয়া, কোষাধ্যক্ষ মোঃ কামাল বেপারী ব্যবসায়ী রাধা, সাহা মেম্বার,ব্রিক ফিল্ড সমিতির সভাপতি বিল্লাল হোসেন ফরাজী, ফার্মেসী সমিতির সাধারণ সম্পাদক ডাঃ জসিম উদ্দীন, স্বর্ণকার সমিতির সভাপতি দিলীপ ঘোষ, ব্যবসায়ী মিরান হোসেন মিয়াজী, টুটুল পাটোয়ারী সাইদুর রহমান, মোঃ হোসেন প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, বাজারের ব্যবসায়ীদের উপেক্ষা করে সদর থেকে ৪নং ওয়ার্ডের চরমুকুন্দিতে পৌর কার্যালয় স্থানান্তর কোনােভাবে মেনে নেয়া হবে না। পৌরসভার মূল আয়ের উৎস হলো ব্যবসায়ীদের করের টাকা।পৌরসভা কার্যালয় স্থানান্তর হলে ব্যবসায়ী ও পৌরবাসী ভোগান্তিতে পড়বে। এছাড়া সকলে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্তের সম্মুখীন হবে

Loading

শেয়ার করুন: