মতলব পৌর আওয়ামীলীগের বর্ধিত সভায় মেয়র প্রার্থীদের শোডাউন

মতলব প্রতিনিধি:

মতলব পৌর আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভা সোমবার (৭ ডিসেম্বর) মতলব ডিগ্রি কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এতে আসন্ন মতলব পৌরসভার মেয়র পদে আগ্রহী প্রার্থীদের উদ্দেশ্যে সাংগঠনিক বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ।

পৌর আ’লীগের সভাপতি ও মতলব পৌরসভার মেয়র আলহাজ্ব আওলাদ হোসেন লিটনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সরকারের সঞ্চালনায় বর্ধিত সভায় উপস্থিত ছিলেন মতলব পৌরসভার প্রথম নির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম নুরু, উপজেলা আ’লীগের সাবেক কমিটির সহ সভাপতি দেওয়ান রেজাউল করিম, লেয়াকত আলী প্রধান, যুগ্ম সাধারণ সম্পাদক এমএ আজিজ বাবুল, ফারুক বিন জামান, সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম টিপু, শ্রম বিষয়ক সম্পাদক হানিফ চৌধুরী, উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক জহির সরকার, সাবেক সাধারণ সম্পাদক ফারুক পাটোয়ারী, বর্তমান সিনিয়র যুগ্ম আহবায়ক চন্দন সাহা, যুগ্ম আহবায়ক বাদল নন্দী, আল এমরান চৌধুরী, ভিপি আতাউর রহমান, দেওয়ান পারভেজ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক অ্যাডভোকেট শাহ আলম, মতলব পৌর আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক ফারুক আহমেদ বাদল, বর্তমান সহ সভাপতি সুকুমার ঘোষ, সাংগঠনিক সম্পাদক জাকির খান, মামুন রশিদ চৌধুরী বুলবুল, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সাংবাদিক গোলাম হায়দার মোল্লা, পৌর যুবলীগের সভাপতি সোহাগ সরকার, সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন, মতলব পৌরসভার প্যানেল মেয়র আবুল বাশার পারভেজ, উপজেলা ছাত্রলীগের আহবায়ক ও জেলা পরিষদের সদস্য আল আমিন ফরাজীসহ পৌর আ’লীগের সকল ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদকসহ উপজেলা আ’লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে মতলব পৌর আ’লীগের বিশেষ বর্ধিত সভাকে কেন্দ্র করে আসন্ন মতলব পৌরসভার মেয়র পদে আগ্রহী প্রার্থীরা ব্যাপক শোডাউন করে। নিজ নিজ প্রার্থীদের পক্ষে দলীয় নেতা-কর্মী ও সমর্থকরা মিছিল দিয়ে মতলব ডিগ্রি কলেজ মাঠে এসে জড়ো হন।

বর্ধিক সভায় মেয়র পদে আগ্রহী প্রার্থীদের কাছ থেকে জীবন বৃত্তান্ত গ্রহণ করেন উপজেলা ও পৗর আ’লীগের নেতৃবৃন্দ।

সভায় মেয়র পদে জীবন বৃত্তান্ত জমা প্রদান করেন মতলব পৌরসভার প্রথম নির্বাচিত চেয়ারম্যার বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম নুরু, উপজেলা আ’লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নাছির আহমেদ বকুল, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ফারুক পাটোয়ারী, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ভিপি আতাউর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক অ্যাডভোকেট শাহ আলম, মতলব পৌরসভার প্যানেল মেয়র ও জেলা যুবলীগের সদস্য আবুল বাশার পারভেজ, উপজেলা ছাত্রলীগের আহবায়ক ও জেলা পষিদের সদস্য আল আমিন ফরাজী।

পরে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে মেয়র পদে জীবন বৃত্তান্ত জমা দেন বর্তমান মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আওলাদ হোসেন লিটন।

Loading

শেয়ার করুন: