মতলব মুক্ত দিবসে আলোচনা সভা ও র‌্যালি

মতলব দক্ষিণ প্রতিনিধি :
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মতলব দক্ষিণ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে ৪ ডিসেম্বর মতলব মুক্ত দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে সকাল সোয়া ৯টায় বিজয় ভবনে জাতীয় পতাকা উত্তোলন, সারে ৯টায় দীপ্ত বাংলা পাদদশে পুষ্পস্তবক অর্পণ, ১০টায় বর্ণাঢ্য র‌্যালি, সারে ১০টায় আলোচনা সভা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হকের সভাপতিত্বে ও কঁচি-কাঁচা প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক ফারুক আহম্মেদ বাদলের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এমএ ওয়াদুদ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা কৃষক লীগের আহবায়ক জয়নাল আবেদিন প্রধান, জেলা যুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমান্ডার ইয়াকুব আলী মাষ্টার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসি বেগম রুনু, মতলব সরকারী ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহিম খাঁন, মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার আইচ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি দেওয়ান রেজাউল করিম, আনিছুজ্জামান চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক ফারুক বিন জামান, মতলব স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ নুশরাত জাহান মিথেন, মতলব উত্তর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোজাম্মেল হক, মতলব দক্ষিণ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. সহিদ উল্ল্যাহ ছায়েদ, শহিদ পরিবারের সদস্য আরিফুল ইসলাম শান্ত।

এ সময় মতলব পৌরসভার মেয়র আওলাদ হোসেন লিটন, উপজেলা কৃষি কর্মকর্তা দিলরুবা খানম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ফারহানা আক্তার রুমা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রুহুল আমিন, বীর মুক্তিযোদ্ধা কাজল ভট্টাচার্য্য, গোলাম মোস্তফা পাটোয়ারীসহ বীর মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

দিবসটি উপলক্ষে সকাল ৯টায় দীপ্তবাংলা পাদদেশে মতলব দক্ষিণ উপজেলা প্রশাসন ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পন করা হয়।

Loading

শেয়ার করুন: