মধ্যরাতের মোলহেড নাটকে অভিনয় শিল্পীদের মাঝে অভিনন্দনপত্র প্রদান

মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে গণহত্যার পরিবেশ থিয়েটারের আয়োজনে, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর ভাবনা ও পরিকল্পনায় মধ্যরাতের মোলহেড নাটকের চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি রেপারেটরী নাট্যদলের অভিনয় শিল্পীদের মাঝে অভিনন্দন পত্র তুলে দেওয়া হয়।

১৫ মার্চ মঙ্গলবার বিকেলে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে ও নিজস্ব আয়োজনে রেপার্টরী নাট্যদলের অভিনয় শিল্পীদের মাঝে অভিনন্দনপত্র তুলে দেন ও শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা কালচারাল অফিসার সৈয়দ মুহম্মদ আয়াজ মাবুদ।

আরো বক্তব্য রাখেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির চট্টগ্রাম বিভাগীয় সদস্য ও চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমির নির্বাহী কমিটির সদস্য সংগঠক শহীদ পাটোয়ারী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তপন সরকার, মধ্যরাতের মোলহেড নাটকের সহকারী নির্দেশক এম রফিকুল ইসলাম বাবু, সকল নাট্যশিল্পীদের মধ্যে বক্তব্য রাখেন হারুনুর রশিদ ডাক্তার।

শুভেচ্ছা বক্তব্য চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে মুক্তিযুদ্ধের গণহত্যা নিয়ে নির্মিত পরিবেশ থিয়েটারের মধ্যরাতের মোলহেড নাটকে অভিনয়ে অংশ গ্রহণকারী সকল নাট্যশিল্পীদের অভিনন্দন পত্র তুলে দেওয়া হয়।

Loading

শেয়ার করুন: