মাদকের বিরুদ্ধে চাঁদপুর মডেল থানার সাঁড়াশি অভিযান

রি‌পোর্ট ডেস্ক :

চাঁদপুর পৌরসভার ৮ ও ৭নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় মাদকের বিরুদ্ধে চাঁদপুর মডেল থানার সাঁড়াশি অভিযান পরিচালিত হয়েছে।

৫ ডি‌সেমম্বর শনিবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চাঁদপুর মডেল থানার অফিসার্স ইনচার্জ মোঃ নাসিম উদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

এসময় ৮নং ওয়ার্ডের জেডিসি কুলিবাগান ৭ নং ওয়ার্ডের ভূইয়া বাড়ি রোড, জামতলা, কু‌লি বাগান এলাকায় গনসচেতনতা মূলক সভা ও মাদক বিরোধী অভিযান চালানো হয়।

অভিযান চলাকালীন সময়ে মাদক ব্যবসায়ী আওলাদ ও শাহজাহানের বাড়িতে অভিযান চালানো হয়।

এসময় মাদকের বিরুদ্ধে জনসচেতনতা মূলক সভায় চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নাসিম উদ্দিন বলেন, মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। আপনার এলাকাকে মাদকমুক্ত করতে আপনাকেই দায়িত্ব নিতে হবে। মাদক সুধু একটি সমাজকে নয়,পুরো পরিবারকে ধ্বংস করে দেয়। এই এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী শাহজাহান পুলিশকে পাহাড়া দিতে বাড়িতে সিসি ক্যামেরা লাগিয়েছে। এ এলাকাকে মাদকমুক্ত করতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরো বলেন, মাদক বিক্রেতার অবস্থান আমাদেরকে জানান। মাদক ব্যবসায়ীকে সামাজিকভাবে বয়কট করুন। তাদের সাথে কোন আত্মীয়তা করবেন না।

এ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, চাঁদপুর মডেল থানার ওসি তদন্ত হারুনুর রশিদ, পৌরসভা ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর শফিকুল ইসলাম,ওসি ইন্টিলিজেন্স মনির আহমেদ।

এসময় চাঁদপুর মডেল থানার উপ- পরিদর্শক ও সঙ্গীয় পুলিশ ফোর্স উপস্থিত ছিলেন।

Loading

শেয়ার করুন: