মেঘনা-ধনাগোদা বেড়িবাঁধ পরিদর্শনে পাউবো কুমিল্লা জোনের প্রধান প্রকৌশলী

মতলব উত্তর প্রতিনিধি:

দেশের দ্বিতীয় বৃহত্তম সেচ প্রকল্প চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের ঝুঁকিপূর্ণ জনতা বাজারে সংলগ্ন স্থান পরিদর্শন করেছেন পাউবো কুমিল্লা জোনের প্রধান প্রকৌশলী জহির উদ্দিন আহমেদ। সোমবার (১৭ মে) দুুপুরে ঝুঁকিপূর্ণস্থান পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি বলেন, অরক্ষিত বেড়িবাঁধকে সুরক্ষিত করার লক্ষ্যে আগামী সপ্তাহে সেচ প্রকল্পের ঝুঁকিপূর্ণ জনতা বাজারে সংলগ্ন স্থানে মেরামত কাজ শুরু করা হবে। বর্ষা মৌসুমের পূর্বেই ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধকে টেকসই রূপে গড়ে তুলবো। আপনাদের পানি মুক্ত করার জন্য আমাদের চেষ্টা অব্যাহত থাকবে।

এ সময় পাউবো তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো.জাকির হোসেন, নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের পানি ব্যবস্থাপনা ফেডারেশনের সাধারণ সম্পাদক সরকার মো.আলাউদ্দিন,আ’লীগ নেতা দেওয়ান অলি উল্ল্যাহ, সাবেক ছাত্রলীগের আহ্বায়ক আ.রব প্রধান, যুবলীগ নেতা অহিদুল ইসলাম মুকুল, স্বেচ্ছাসেবকলীগ নেতা আ. রহিম প্রধান, যুবলীগ নেতা জুয়েল মীর, তাঁতীলীগ নেতা ইব্রাহিম’সহ সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Loading

শেয়ার করুন: