মেঘনা নদীতে তীব্র স্রোতে ট্যাংকারের ধাক্কায় পাথর বোঝাই জাহাজ ডুবি : দশ আরোহীকে জীবিত উদ্ধার

পুরাণবাজারে ট্যাংকারের ধাক্কায় পাথর বোঝাই জাহাজ ডুবি ॥ দশ আরোহীকে জীবিত উদ্ধার
নিজস্ব প্রতিবেদক:
চাঁদপুর মেঘনা নদীতে তীব্র স্রোতের কবলে পড়ে এমটি সামিয়া-২ তেলের ট্যাংকারের ধাক্কায় মুন্সী এক্সপ্রেস নামক একটি পাথর বোঝাই জাহাজ ডুবে গেছে।
গতকাল ১৮ জুলাই বৃহস্পতিবার রাত পৌনে নয়’টার সময় চাঁদপুর শহরের পুরাণবাজার হরিসভা এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে ।
দুটি জাহাজের বিকট শব্দ শুনে আশপাশের জেলেরা ট্রলার নিয়ে গিয়ে নদীতে ভাসমান অবস্থায় নিমজ্জিত জাহাজের দশ আরোহীকে জীবিত উদ্ধার করে উপরে তুলে আনে।
পুরাণবাজার মধ্যশ্রীরামদীর বাসিন্দা জেলে রকমান হাওলাদার,ছোবহান দেওয়ান,বিল্লাল হাওলাদার,জুয়েল ছৈয়াল,মাসুদ দেওয়ান ও রুবেলসহ আরো কয়েকজন
ডুবে যাওয়া জাহাজের লোকজনকে উদ্ধার করেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেনন।
নিমজ্জিত জাহাজের ড্রাইভার মহিউদ্দিন জানান,মংলা থেকে নির্মান কাজের পাথর নিয়ে তাদের জাহাজটি চাঁদপুর বন্দরেরর দিকে আসতেছিল। তেলের ট্যাংকার সামিয়া- ২ তাদের জাহাজের উপর উঠিয়ে দিলে সেটি ডুবে যায়।আমাদের ডাক চিৎকার শুনে স্থানিয় জেলের নৌকা নিয়ে এসে প্রাণ রক্ষা করেন।
ঘটনার পর জাহাজের আহত স্টাফরা চাঁদপুর পাইলট হাউজে আছেন বলে জানা যায়।

Loading

শেয়ার করুন: