যুদ্ধের প্রতিবাদে পদত্যাগ করে দেশ ছাড়লেন পুতিনের দূত

অনলাইন ডেস্ক

রাশিয়ার ইউক্রেন আক্রমণের প্রতিবাদে ক্রেমলিনের একজন বর্ষীয়ান দূত পদত্যাগ করে চিরতরে রাশিয়া ছেড়ে চলে গেছেন বলে জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স।

বুধবার (২৩ মার্চ) ক্রেমলিন সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানায়, আনাতোলি চুবাইস স্বেচ্ছায় পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি আন্তর্জাতিক সংস্থায় ক্রেমলিনের বিশেষ দূত হিসেবে কর্মরত ছিলেন।

মঙ্গলবার বন্ধু ও সহকর্মীদের সামনে চুবাইস পদত্যাগের ঘোষণা দেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। প্রায় এক মাস আগে রাশিয়ার ইউক্রেন আক্রমণের পর এই প্রথম কোনো সিনিয়র ক্রেমলিন কর্মকর্তা পদত্যাগ করলেন।

নব্বইয়ের দশকে প্রাইভেটাইজেশনের যুগে বরিস ইয়েলৎসিনের অর্থনৈতিক সংস্কারের অন্যতম কারিগর ছিলেন চুবাইস।

ভ্লাদিমির পুতিন যখন সর্বপ্রথম ক্রেমলিনে যোগ দেন,তখন তার উপরস্থ কর্মকর্তা ছিলেন চুবাইস। পরে পুতিনের অধীনে তিনি বিভিন্ন বাণিজ্যিক ও রাজনৈতিক পদে কাজ করেছেন

Loading

শেয়ার করুন: