রাষ্ট্রীয় মর্যাদায় সায়িত হলেন মতলবের উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন

মতলব প্রতিবেদক:
হাজার হাজার জনতা, প্রশাসনের কর্মকর্তা ও দলীয় নেতাকর্মী অশ্রুসিক্ত নয়নে শেষ বিদায় জানালেন মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এএইচএম গিয়াস উদ্দিনকে।

১৩ মার্চ বাদ জুমআ মতলব নিউ হোস্টেল মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। গিয়াস উদ্দিনের মৃত্যুতে মতলব দক্ষিণ উপজেলা আওয়ামীলীগ ৩ দিনের শোক কর্মসূচী ঘোষণা করা হয়েছে।

বেলা ১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মতলব বাজার বণিক ও জনকল্যাণ সমিতির উদ্যোগে ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রেখেছেন।

এদিকে, এএইচএম গিয়াস উদ্দিনের মরদেহ ঢাকা থেকে মতলবে আসার পর উপজেলা প্রশাসনের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ, মু্িক্তযোদ্ধা, আওয়ামীলীগসহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, জাতীয় পাটি, বিএনপিসহ বিভিন্ন দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক, শুভান্যুধায়ী, আতœীয়-স্বজন ছুটে যায় এক নজর শেষ বারের মতো দেখার জন্য।

প্রথমে উপজেলা পরিষদ থেকে মরহুমের লাশ মতলব দক্ষিণ উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে সামনে আনা হলে দলীয় নেতাকর্মীরা শেষ বারের মতো শ্রদ্ধা জানান প্রিয় নেতাকে। পরে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের সামনে নেওয়া হয় এএইচএম গিয়াস উদ্দিনের লাশ। সেখানে মুক্তিযোদ্ধারা সহযোদ্ধা এএইচএম গিয়াস্ উদ্দিনকে শেষ বারের মতো শ্রদ্ধা জানান।

মতলব দক্ষিণ উপজেলা প্রশাসনের উদ্যোগে মতলব নিউ হোস্টেল মাঠে বাদ জুমা প্রথম জানাজার পূর্বে বক্তব্য রাখেন, চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য এড. নুরুল আমিন রুহুল, জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, জেলা আওয়ামীলীগের সভাপতি ও চাঁদপুর পৌরসভার মেয়র আলহাজ্ব নাসির উদ্দিন আহম্মেদ ভূঁইয়া, সাধারন সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ডাঃ জেআর ওবাইদুর রহমান টিপু, চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজিম উদ্দিন দেওয়ান, মতলব উত্তর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এড. রুহুল আমিন, মতলব উত্তর উপজলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস, জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ আহমেদ মানিক, জেলা জাতীয় পার্টির নেতা মিজানুর রহমান খাঁন, জেলা যুবলীগের আহবায়ক মিজানুর রহমান কালু ভূইয়া, মতলব দক্ষিণ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বিএইচএম কবির আহম্মেদ, জেলা কৃষকলীগের আহবায়ক জয়নাল আবেদিন প্রধান, মতলব পৌরসভার মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আওলাদ হোসেন লিটন।

বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক। সভা পরিচালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহিম খাঁন।

জানাজার পূর্বে সকলের কাছে দোয়া চেয়ে বক্তব্য রাখেন, মরহুমের বড় ছেলে রিজওয়ান গিয়াস। জানাজার নামাজে ইমামতি করেন উপজেলা জামে মসজিদের পেশ ইমাম মাও. মোরশেদুল আলম সিরাজী।
রাষ্ট্রের পক্ষে শেষ শ্রদ্ধা জানান জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খাঁন। পরে মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পন করেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য এড. নুরুল আমিন রুহুল, উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, মতলব পৌরসভা, উপজেলা আওয়ামীলীগ, মতলব মুক্তিযোদ্ধা সংসদ, মতলব পৌর আওয়ামীলীগ, উপজেলা যুবলীগসহ সকল সহযোগী সংগঠন, বিআরডিবি, উপজেলা ও পৌর হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদ, উপজেলা পূজা উদযাপন পরিষদ, মতলব পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়, মতলব প্রেসক্লাবসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের নেতৃবৃন্দ।

বাদ আসর মতলব পৌরসভার উত্তর বাইশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুমের দ্বিতীয় নামাজের জানাজা অনুষ্ঠিত হয়।উত্তর বাইশপুর গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নুশরাত শারমীন, মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার আইচ, মতলব পৌরসভার সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম নরু,উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এমএ শুক্কুর পাটোয়ারী, মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদল, জেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক সালাউদ্দিন মোঃ বাবর, উপজেলা ভাইস চেয়ারম্যান মবিন সুজন, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসি বেগম রুনু, উপজেলা আওয়ামীলীগ নেতা দেওয়ান রেজাউল করিম, আনিছুজ্জামান চৌধুরী, কাজল ভট্টাচার্য্য, ফারুক বিন জামান, মোফাজ্জল হোসেন, ফারুক আহম্মেদ বাদল, উপজলো বিএনপি’র সভাপতি এমদাদ হোসেন খান, সাধারণ সম্পাদক এমরান হোসেন, পৌর বিএনপি’র সভাপতি সোয়েব আহম্মেদ,সরকার,উপজেলা যুবলীগের আহবায়ক জহিরুল ইসলাম আলেক, যুগ্ম আহবায়ক চন্দন সাহা, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক রোটা. শ্যামল চন্দ্র দাস, পৌর যুবলীগের সভাপতি সোহাগ সরকার, আওয়ামীলীগ নেতা আবুল কালাম মিয়াজী, লোকমান হোসেন বাবুলসহ দলীয় নেতৃবৃন্দ।

উল্লেখ্য, ১২ মার্চ সকালে উপজেলা চেয়ারম্যান এএইচএম গিয়াস উদ্দিন হঠাৎ অসুস্থ্য হয়ে পড়লে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা স্কয়ার হাসপাতালে প্রেরন করা হয়। সেখানে বেলা ২ টা ৪০ মিনিটে তিনি মৃত্যুবরন করেন।

Loading

শেয়ার করুন: