লে. কর্ণেল আবু ওসমান চৌধুরীর মৃত্যুতে শিক্ষামন্ত্রীর শোক

ফরিদগঞ্জের কৃতি সন্তান,মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার ও চাঁদপুর জেলা পরিষদের সাবেক প্রশাসক লে. কর্নেল (অব.) আবু ওসমান চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন চাঁদপুর-৩ আসনের সাংসদ ও শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি।

তিনি এক শোকবার্তায় বলেন, লেফটেন্যান্ট কর্নেল (অব.) আবু ওসমান চৌধুরী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে উজ্জীবিত একজন মহান মানুষ। মহান মুক্তিযুদ্ধে তাঁর অবদান বাঙালি জাতি চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে। বাংলাদেশের ইতিহাসে তিনি এক উজ্জ্বল নক্ষত্রের নাম। তাঁর মৃত্যুতে বাংলাদেশের বাংলাদেশের অপূরণীয় ক্ষতি হল।

আমি তাঁর মৃত্যুতে গভীরভাবে শোকাহত। তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

উল্লেখ্য, লে. কর্ণেল (অব.) আবু ওসমান চৌধুরী আজ সকালে সম্মিলিত সামরিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত জটিলতায় ভুগছিলেন। তিনি কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে গত ৩০ আগস্ট হাসপাতালে ভর্তি হন।

Loading

শেয়ার করুন: