শাহরাস্তি উপজেলা পরিষদের উপ-নির্বাচন ৭ অক্টোবর

নিজস্ব প্রতিবেদক ॥

শাহরাস্তি উপজেলা পরিষদের উপ-নির্বাচন ৭ অক্টোবর বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। মনোয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ আজ ১৩ সেপ্টেম্বও সোমবার , যাচাই-বাচাই ১৪ সেপ্টেম্বও মঙ্গলবার, প্রার্থীতা প্রত্যাহার ১৯ সেপ্টেম্বর রবিবার, প্রতিক বরাদ্দ ২০ সেপ্টেম্বর সোমবার এবং নির্বাচনে ভোটগ্রহন ৭ অক্টোবর বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, চলতি বছরের ২৬ মার্চ শাহরাস্তি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. ফরিদ উল্লাহ চৌধুরীর মৃত্যুতে উপজেলা চেয়ারম্যানের পদটি শূণ্য ঘোষণা করে নির্বাচন কমিশন।

এদিকে শাহরাস্তি উপজেলা পরিষদের উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় মনোনয়ন ( নৌকা) প্রতিক পেয়েছেন কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের সাবেক যুগ্ন-সম্পাদিকা নাসরিন জাহান চৌধুরী শেপালী।

নাসরিন জাহান চৌধুরী শেপালী জানান, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট অসংখ্য শোকরিয়া আদায় করছি। সে সাথে জননেত্রী দেশরতœ প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমাদের অভিবাবক মেজর (অব:) রফিকুল ইসলাম বীর উত্তম, চাঁদপুর জেলা আওয়ামীলীগ,শাহরাস্তি উপজেলা আওয়ামীলীগ ও শাহরাস্তি উপজেলার সর্বস্তরের জনগনের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি।

Loading

শেয়ার করুন: