সকলের প্রচেষ্টায় একটি সুন্দর প্রেসক্লাব ভবন করব:মেজর  রফিক

মো. মহিউদ্দিন ॥

এদেশের মানুষের জন্য ইতিহাসের আজ একটি বিশেষ দিন। স্বাধীনতার ৫৩ বছর পরে আমার জন্মভূমিতে এসে একটি সমৃদ্ধ প্রেসক্লাব দেখছি। যেখানে শিক্ষিত মার্জিত ভালো অডিয়েন্স, যেখানে অফিস হবে, ভবন হবে। যেখানে যুগের পর যুগ নতুন প্রজন্মের সাংবাদিকরা বসবেন। পুরাতন সাংবাদিকগণ সেখানে গিয়ে স্মৃতিচারণ করবেন। আমি আমার এলাকার উন্নয়নে কাজ করতে চাই। আজকের এই দিনে আমি আহ্বান রাখছি, আমার সকল ভালো উদ্যোগে আপনারা আমাকে সহযোগিতা করুন।

শাহরাস্তি প্রেসক্লাবের দলিল হস্তান্তর ও দাতা সদস্যের সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মহান মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, স্থানীয় সংসদ সদস্য মেজর অবসর রফিকুল ইসলাম বীর উত্তম উপরোক্ত কথাগুলো বলেন।

প্রেসক্লাবের সভাপতি মোঃ মঈনুল ইসলাম কাজলের সভাপতিত্বে বেলা তিনটায় শাহরাস্তি উপজেলা পরিষদ মিলনায়তনে জমকালো আয়োজনের মধ্য দিয়ে উক্ত অনুষ্ঠান শুরু হয়। ক্লাবের সদস্য ফয়েজ আহমেদের সঞ্চালনায় সাদ বিন মহিউদ্দিনের কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। আজীবন সম্মাননায় ভূষিত হন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক চাঁদপুর কন্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদাত এবং শাহরাস্তি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা কালীন সভাপতি এড. ইলিয়াস মিন্টুকে।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসির আরাফাত, বিশিষ্ট সমাজসেবক আব্দুল হান্নান, ইসলামী শাহাজালাল ব্যাংক সিকিউরিটিস লিমিটেডের সিইও আনোয়ার হোসেন, শাহারাস্তি পৌর মেয়র হাজী আব্দুল লতিফ, শাহারাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন, শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেড এম আনোয়ার হোসেন।

মেজর (অব:) রফিকুল ইসলাম বীর উত্তম আরও বলেন, আমাদের সম্পদ দিয়ে পাকিস্তানিরা নিজেদের ভাগ্য গড়ে তুলেছে। বাংলার মানুষ ছিল অবহেলিত। স্বাধীনতাকে কখনোই দ্রব্যমূল্য দিয়ে যাচাই-বাছাই করা যাবে না। স্বাধীনতা এক অমূল্য সম্পদ । যা মহান আল্লাহ পাক মানুষ জাতিকে উপহার দিয়েছেন। যে জাতি যুদ্ধ করেই স্বাধীনতা ছিনিয়ে আনতে পারে। এই জাতির নতুন প্রজন্ম যুদ্ধ করেই স্বাধীনতাকে রক্ষা করবে সে বিশ্বাস আমার আছে। জাতিকে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা উজ্জীবিত করতে হবে। আর এখানে মূল ভূমিকাটা হলো কবি শিল্পী সাহিত্যিক এবং সাংবাদিক।

তিনি বলেন, আমাদের প্রচেষ্টা থাকবে আগামী দিনগুলোতে সম্মিলিত প্রচেষ্টায় শাহরাস্তিতে আমরা সুন্দর একটি প্রেস ক্লাব গঠন করব। আমি সমস্ত সহযোগিতা শাহারাস্তি প্রেসক্লাবকে দিব। একটি সুন্দর ভবন সেখানে পরিবেশটাও ভালো থাকবে, আমরা সেখানে সবাইকে স্বাগত জানাবো । আমরা সবার জন্য দরজা উম্মুক্ত রাখবো। আমরা সকল ক্ষেত্রে শাহরাস্তি উপজেলাকে মডেল হিসেবে গড়ে তুলবো।

সুশৃংখল মনোরম পরিবেশে বিশিষ্টজনদের উপস্থিতিতে শাহরাস্তি প্রেসক্লাবের নিজস্ব সম্পত্তির ঐতিহাসিক দলিল শাহরাস্তি প্রেসক্লাবের পক্ষে গ্রহণ করেন মেজর অবসর রফিকুল ইসলাম বীর উত্তম।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসরিন জাহান চৌধুরী, বাংলাদেশ নারী সাংবাদিক সমিতির সভানেত্রী নাছিমা আক্তার, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারী, সাবেক সভাপতি এ এইচ এম আহসানুল্লাহ, অনুষ্ঠানে উপস্থিত হন শাহরাস্তি পৌরসভার সাবেক মেয়র মোঃ মোশারফ হোসেন পাটোয়ারী, শাহরাস্তি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র মোঃ মোস্তফা কামাল, শাহারাস্তি উপজেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুল মান্নান মোল্লা, মেহের ডিগ্রী কলেজ অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান, সুচিপাড়া ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ হুমায়ুন কবির ভূঁইয়া।

এছাড়াও প্রশাসনিক, বিশিষ্ট ব্যবসায়ী, রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক, শিক্ষকবৃন্দ ও বিশিষ্ট জনরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দেশ, জাতী ও বিশ্ব মুসলিম উম্মার শান্তি – সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। এরপর অতিথি ও আমন্ত্রিত ব্যক্তিবর্গ একসাথে ইফতার মাহফিলে শরিক হন।

 

Loading

শেয়ার করুন: