সিদ্দিকা বেগম বালিকা উচ্চ বিদ্যালয়ে পাঠ্যবই বিতরণ

মতলব উত্তর প্রতিবেদক :

করোনার সংক্রমণের কারণে গত বছরের ১৭ মার্চ থেকে বন্ধ থাকা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ছুটি ১৬ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হলেও বই সংগ্রহের জন্য ফের শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়েছে স্কুলগুলো।

শুক্রবার (১ জানুয়ারী) সকালে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার সিদ্দিকা বেগম বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যবই বিতরণ করেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মনজুর আহমদ।

তিনি বলেন,শিক্ষাকে মানসম্মত করা এবং ঝরে পড়ার হার রোধ করতে ২০১০সাল থেকে আওয়ামী লীগ সরকার প্রতিবছর ১জানুয়ারি‘বই উৎসব’করে আসছে।এদিন সারা দেশের শিক্ষার্থীদের হাতে বিনা মূল্যে বই তুলে দেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর থেকে বছরের শুরু থেকেই দেশের সকল শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিচ্ছেন।তারই ধারাবাহিকতায় প্রতিটি বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে চলছে বই বিতরণ উৎসব।

প্রধান শিক্ষক মনিরুল হক পাটোয়ারীর সভাপতিত্বে পাঠ্যবই বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারি মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফুল আলম।

Loading

শেয়ার করুন: