হাইমচরে জাটকা নিধনের দায়ে ২৫ জেলে আটক

আনোয়ারুল হক:

চাঁদপুরের হাইমচরে উপজেলা নির্বাহী অফিসার চাই থোয়াইহলা চৌধুরীর নেতৃত্বে মেঘনায় জাটকা ইলিশ রক্ষা অভিযান পরিচালনা করে ২৪ জেলে ও ১ জন জাটকা নিধন সহয়তাকারীকে আটক করেছে।২৭ মার্চ শনিবার গভীর রাতে হাইমচর উপজেলার মেঘনায় ঝাটকা অভিযানে ২৫ জন জেলে ২ হাজার মিটার জাল ও ১টি নৌকা আটক করে। উপজেলা নির্বাহী অফিসার চাই থোয়াইহলা চৌধুরীর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যে আটককৃত জেলেদের মধ্যে ২০ জনকে ১ বছর সশ্রম কারাদন্ড ও ৫ জনকে ৫ হাজার টাকা করে জরিমান করেন।

আটককৃত জেলেরা চাঁদপুর জেলার মতবল উত্তর উপজেলার আরফ আলী মাঝি ছেলে মোঃ রিপন মাঝি(২০), দুলপাস সরদারের ছেলে মোঃ রবিন(২০), মৃত হাবিল বাঘের ছেলে আল আমিন(২৭), আবু বক্কও বোপারী ছেলে আলম(১৮), আলী মিজির ছেলে মোঃ আবু(২৭), মৃত হেদু মিজির ছেলে মোঃ মাসুদ( ৩৫), মৃত আঃ মজিদ বেপারী ছেলে আজিদ (৩৩), মৃত হাবিল বাঘের ছেলে আলাউদ্দিন(৩০),শরিয়তপুর জেলার সখিপুর উপজেলার তারাবনিয়া গ্রামের মৃত ইউনুছ আলী ছেলে আবুল (৩০),খলিল মাঝির ছেলে বিল্লাল (২৬), রশিদ রাড়ীর ছেলে রুবেল(৩০), মৃত হজরত আলী ছেলে সাদ্দাম(২০), সেকান্তর রাড়ীর ছেলে ফারুক(২৫), আলমগীর রাড়ির ছেলে রিদয়(১৮), মৃত রাজ্জাক গোলদারের ছেলে খালেক (২০),ছাদেক তালুকদারের ছেলে হামিদ (১৮), শাহাজালাল কুড়ালীর ছেলে ইব্রাহিম(১৮), চাঁদপুর সদও উপজেলার বেলায়েত গাজীর ছেলে রিয়াদ(২০), হালিম সর্দারের ছেলে রাসেল সর্দার(২২), মিজান সরকারের ছেলে সেলিম সরকার(২১), হালিম সরকারের ছেলে ইমান হোসেন(২০), নান্নু মোস্তান ছেলে আল মাহমুদ( ১৪), মফিজুল ইসলাম ছেলে সিয়াম( ১৩), ফারুক বেপারী ছেলে সানি বেপারী(১৬)।

এছাড়া মেঘনা নদীতে জেলেদের মোবাইলে বিভিন্ন সংবাদ দিয়ে সহয়তা করার অপরাধে হাইমচর উপজেলার তেলীমোড়ের বাচ্চু মিজি ছেলে ওয়াসিম মিজি কে আটক করে।

অভিযানে উপজেলা সহকারী কমিশনা (ভূমি) রিগ্যান চাকমা, উপজেলা সিনি: মৎস্য অফিসার মোঃ মিজানুর রহমান ও কোস্টগার্ঢ সিসি মোঃ আ. মতিন যৌথ ভাবে অভিযান পরিচালনা করেন।

Loading

শেয়ার করুন: