হাইমচর উপজেলায় সচেতনতা কার্যক্রম সেনাবাহিনীর

নিজস্ব প্রতিবেদক:

চাঁদপুর জেলার হাইমচর উপজেলায় সচেতনতা কার্যক্রম পরিচালনা করে সেনাবাহিনী। করোনাভাইরাস নিয়ন্ত্রণে জনগণকে সচেতন করতে সেনাবাহিনীর টহল টিম ২৮ মার্চ শনিবার আলগীবাজার সহ গুরুত্বপূর্ণ সড়কে টহল কার্যক্রম পরিচালনা করে।

দেশব্যাপী করেনা আতঙ্কের কারনে সেনাবাহিনী চাঁদপুর জেলায় কাজ করে চলছে। এর ধারাবাহিকতায় সামাজিক দূরত্ব নিশ্চিত করতে হাইমচর উপজেলা সদর আলগীবাজারে সেনাবাহিনীর টহল দিতে দেখা যায় ।

বিদেশ ফেরত ব্যক্তিদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে ও সাধারণ মানুষকে ঘরে রাখতে সারাদেশে সচেতনতামূলক রোবাস্ট পেট্রোল করেছে সেনাবাহিনীর সদস্যরা।

এ সময় মাইকে সাধারণ মানুষকে ঘরে থাকতে আহবান জানানো হচ্ছে। মাইকে ঘরে থাকুন করোনাভাইরাসের প্রাদুর্ভাব কমান, নিজে বাঁচুন অন্যকে বাঁচতে সাহায্য করুন, বিদেশ থেকে এলে হোম কোয়ারান্টাইনে থাকুন ইত্যাদি সচেতনতামূলক কথা বলা হয় ।

একই সাথে নিত্য পণ্যের বাজার দর নিয়ন্ত্রণ ও সরকারের নির্দেশ অমান্য করে ব্যবসা পরিচালনা বন্ধে এবং সামাজিক দূরত্ব নিশ্চিত করতে সেনাবাহিনীর সদস্যরা কাজ করে চলছে ।

Loading

শেয়ার করুন: