হাজীগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

হাজীগঞ্জ প্রতিবেদক:

‘‘দূর্যোগ ঝুঁকি হ্রাসে, পূর্ব প্রস্তুতি টেকসই উন্নয়ন আনবে গতি’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে হাজীগঞ্জে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস-২০২০ উপলক্ষে জনসচেতনতামূলক র‌্যালি ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

১০ মার্চ (মঙ্গলবার) উপজেলা প্রশাসনের সম্মুখ থেকে র‌্যালিটি শুরু হয়ে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা ই-সেন্টারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়ার সভাপতিত্ব অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন মনি সূত্রধর, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, একটি বাড়ী, একটি খামার প্রকল্প কর্মকর্তা শিউলি আকতার, উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা মো. জাকির হোসেন, সহকারি পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. আবদুল গণি, উপ-সহকারি প্রকৌশলি ফারুক রেজা। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জাকির হোসেন।

আলোচনা সভা শেষে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

Loading

শেয়ার করুন: