হাজীগঞ্জে বই পাঠ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

হাজীগঞ্জ প্রতিবেদক:

‘দ্বীনের পথে জ্ঞানের অন্বেষণে’ এই আদর্শিক শ্লোগানে হাজীগঞ্জ উপজেলার মাকতাবাতুদ্-দ্বীন পাঠাগারের উদ্যোগে এবং ৪ নং কালোচোঁ দক্ষিণ ইউনিয়ন ওড়পুর সমাজ কল্যাণ ফাউন্ডেশনের সহযোগিতায় বই পাঠ প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩ ডিসেম্বর) ঐতিহ্যবাহী প্যারাপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সুশৃঙ্খল পরিবেশে অনাড়ম্বর এ অনুষ্ঠান সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব হেলাল উদ্দিন মিয়াজী। এতে আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শিপিং কর্পোরেশন এর সহকারী ব্যবস্থাপক মোঃ রাসেল প্রধানিয়া।

সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নাছির উদ্দিন এবং অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সিনিয়র শিক্ষক মাওলানা মাইন উদ্দিন মিয়াজী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল হায়দার চৌধুরী, বীরমুক্তিযোদ্ধা মোঃ আবদুল হাই প্রধানীয়া,আশরাফ উদ্দিন দুলাল পাটোয়ারি, মাওলানা জাকারিয়া আবদুল্লাহ, আলহাজ্ব মোঃ হারুনুর রশিদ,প্রধান শিক্ষক মোঃ শাহজাহান ও মোঃ জসিম উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানে গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুধীজন, অভিভাবকবৃন্দ, বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Loading

শেয়ার করুন: