হাজীগঞ্জে সম্পত্তিগত বিরোধে মুয়াজ্জিনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক ॥

হাজীগঞ্জে সম্পত্তিগত বিরোধকে কেন্দ্রকরে দুই ভাইয়ের হাতাহাতি থেকে ছোট ভাইয়ের মৃত্যুর অভিযোগ উঠেছে। নিহত সেলিম হাজীগঞ্জ উপজেলা পরিষদ বায়তুল আমান জামে মসজিদের মুয়াজ্জিনের দায়িত্বে ছিলেন।

স্থানীয়রা জানান, রোববার (১৭ এপ্রিল) সকাল ১১টার দিকে উপজেলার ৮নং হাটিলা পূর্ব ইউনিয়নের হাড়িয়াইন মিজি বাড়ির মৃত মমিনুল হকের বড় ছেলে নজরুল ইসলামের আঘাতে ছোট ভাই সেলিম মিয়া (৪৫) মৃত্যুবরণ করেন। সেলিমের প্রথম স্ত্রী মারা যাওয়ায় সেই ঘরে ৩ মেয়ে ও পরের ঘরে ২জন সন্তান আছে।

সেলিমের মেয়ে আয়শা বলেন, সকাল ১১ টার দিকে আমার বাবাকে জেঠা নজরুল মিয়া কিল-ঘুষি মারে। এরপর বাবা মাটিতে পড়ে গেলে তাকে উপজেলা হাসপাতালে আনলে ডাক্তার মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউপি সদস্য খোরশেদ বলেন, তিন দিন আগে তার বড় ভাই নজরুল আমার কাছে এসে বলেন, সেলিম বাড়িতে ঘর করে কিন্তু পথের জায়গা রাখে নাই। বিষয়টা সমাধান করার চেষ্টার পূর্বে তারা দুই ভাই মারামারি করে এ দুর্ঘটনা ঘটেছে।

এ বিষয়ে হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জোবাইর সৈয়দ বলেন, বিষয়টি শুনে ওসি (তদন্ত) ইব্রাহীম খলিল ঘটনাস্থল তদন্তে গিয়েছেন। তদন্ত শেষে মূল ঘটনা জানা যাবে।

Loading

শেয়ার করুন: