হাজীগঞ্জ পৌরসভা নির্বাচন পরিদর্শনে চাঁদপুরের ডিসি ও এসপি

জেলার অন্যতম বাণিজ্যিক শহর হাজীগঞ্জ পৌরসভা নির্বাচন শনিবার (৩০ জানুয়ারি) অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহন পৌরসভার ২০টি কেন্দ্রে। এতে দুইজন মেয়র, ৫২জন সাধারণ কাউন্সিলর ও ১৫জন সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

সকালে পৌরসভার বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক (ডিসি) অঞ্জনা খান মজলিশ। একই সময় পরিদর্শনে আসেন পুলিশ সুপার (এসপি)মো.মাহবুবুর রহমান পিপিএম (বার)। জেলার শীর্ষ পর্যায়ের উভয় কর্মকর্তা বেশ কয়েকটি ভোট কেন্দ্র পরিদর্শন ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি তদারকি করেন।

ছোটখাট বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচনে কোন কেন্দ্রেই বড় ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। প্রত্যেকটি কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ছিলো পর্যাপ্ত। টহলরত ছিলেন বিজিবি, র‌্যাব ও স্টাইকিং ফোর্স। একই সাথে নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ নির্বাচনী এলাকায় ভ্রাম্যমান দায়িত্ব পালন করেন।

এদিকে হাজীগঞ্জ পৌরসভা নির্বাচন পরিদর্শনে আসেন বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আনোয়ার হোসেন। তিনিও নির্বাচনী কেন্দ্র পরিদর্শন করেন এবং পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান এর সাথে সংশ্লিষ্ট বিষয়ে কথা বলেন। এ সময় জেলা পুলিশসহ অন্যান্য পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য,হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনে দ্বিতীয়বারের মত মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের নৌকা প্রতিকের মনোনীত প্রার্থী ও বর্তমান মেয়র আ স ম মাহবুবুল আলম লিপন।

Loading

শেয়ার করুন: