২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে চাঁদপুর জেলা প্রশাসনের কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক:

আজ ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে চাঁদপুর জেলা প্রশাসনের কর্মসূচি গ্রহণ করেছেন।

চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সাধারণ শাখার সূত্রে জানাযায় ২৬ মার্চ সন্ধ্যা থেকে সকল সরকারি ও বেসরকারি ভবনে আলোকসজ্জা। ২৬ মার্চ সূর্যোদয়ের সাথে সাথে অঙ্গীকার পাদদেশে ৩১বার তোপধ্বনি ও জাতীয় পতাকা উত্তোলন। এরপরে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুস্পস্তবক অর্পণ।

জেলা সদরে বীর মুক্তিযোদ্ধা,মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ পরিবারের সদস্যদের ফুল ও উপহার প্রেরন করা হবে।
জেলার সিনেমা হলে শিক্ষার্থী শিশু-কিশোরদের জন্য বিনা মূল্যে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী এবং উন্মুক্ত স্থানে মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণ্য চিত্র প্রদর্শনী জেলা তথ্য অফিস আয়োজন করবে।

জাতির শান্তি, অগ্রগতি ও শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত, দুপুরে হাসপাতাল, জেলখানা, এতিমখানা ও শিশু সদনে উন্নতমানের খাবার পরিবেশন।

চাঁদপুর বিআইডব্লিউটিএ ঘাটে নৌবাহিনী ও কোস্টগার্ডের জাহাজগুলো জনসাধারণের দর্শনের জন্য উন্মুক্ত রাখা হবে।

Loading

শেয়ার করুন: