৬৪ সিসি ক্যামেরার আওতায় চাঁদপুর

মেঘনাবার্তা রিপোর্ট:

জেলা পুলিশের তত্বাবধানে চাঁদপুর শহরকে নিরাপত্তা ব্যবস্থায় আনা হয়েছে। এর আর্থিক সহায়তা দিয়েছে চাদপুর পৌরসভা। সহায়তা দিয়েছে চাঁদপুর চেম্বার অব কমার্স। ৩০ আগস্ট ২০১৯ পর্যন্ত ৬০ টি ক্যামেরা লাগানো হয়েছে। ৩১ আগস্ট শনিবার দুপুরে পুলিশ সুপার জিহাদুল কবির প্রেস ব্রিফিং করে উদ্বোধন করেছেন।

এর বাইরেও শহরের গুয়াখোলা এলাকায় নিজস্ব অর্থায়নে ২৫ টি ক্যামেরা লাগানো হয়েছে। সহসাই পুরান বাজার এলাকাকেও ক্যামেরার আওতায় আনা হবে। পরবর্তিতে বাবুর হাট বাজার এলাকাও এর আওতায় আনা হবে।

এসময় উপস্হিত ছিলেন পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত চাঁদপুরে অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান। চাঁদপুর মডেল থানার ওসি নাসিম উদ্দিন, পুলিশ পরিদর্শক হারুনুর রশিদ। সংবাদ সম্মেলনে চাঁদপুরের সকল পর্যায়ের সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

প্রেস ব্রিফিং এ পুলিশ সুপার চাঁদপুর শহরের সকল বাড়ির মালিককে নিজস্ব অর্থায়নে তাদের বাড়ী সিসি ক্যামেরার আওতায় আনার অনুরোধ করেন।

Loading

শেয়ার করুন: