সবাইকে মাস্ক পরতে উৎসাহিত করুন : জেলা প্রশাসক

নিজস্ব প্রতিবেদক॥

চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে কোভিড-১৯ এর বিস্তার রোধে সচেতনতা কার্যক্রম বৃদ্ধি এবং নো মাস্ক নো সার্ভিস, মাস্ক পরুন, সেবা নিন ইত্যাদি ক্যাম্পেইনসমূহ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা বুধবার (২৫ আগস্ট) অনুষ্ঠিত হয়েছে।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন ঘোষণা করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট অঞ্জনা খান মজলিশ।

কর্মশালায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব ইমতিয়াজ হোসেন।

অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ মোঃ সাখাওয়াত উল্যাহ, পুরানবাজার ডিগ্রী কলেজের অধ্যক্ষ জনাব রতন কুমার মজুমদার, উপপরিচালক, জেলা সমাজসেবা কার্যালয় জনাব রজত শুভ্র সরকার, অধ্যক্ষ, উপপরিচালক, ইসলামিক ফাউন্ডেশন জনাব খলিলুর রহমান।

প্রধান অতিথি ডিসি বক্তব্যে বলেন, আমাদের প্রত্যেকের হাতেই রয়েছে প্রত্যেকের সুরক্ষা।

তিনি বলেন, ইচ্ছাকৃতভাবে মাস্ক যারা পরিধান করেন না, তাদের কাউকে যেনো সরকারি বেসরকারি দপ্তরে সেবা প্রদান করা না হয়। একইসাথে মাস্কবিহীন প্রত্যেককেই যেন মাস্ক পরতে উৎসাহিত করা হয়। পাশাপাশি সবাইকে ভ্যাক্সিন গ্রহণে উৎসাহিত করার দিকেও তিনি আলোকপাত করেন। কর্মশালায় সর্বসাধারণকে মাস্ক পরতে উৎসাহিত করতে কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।

Loading

শেয়ার করুন: